ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইকুইফ্যাক্সের ১৪ কোটি গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রকাশিত: ০৫:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৭

ইকুইফ্যাক্সের ১৪ কোটি গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

অর্থনৈতিক রিপোর্টার ॥ হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ক্রেডিট কার্ড কোম্পানি ইকুইফ্যাক্সের প্রায় ১৪ কোটি তিন লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে। এতে সংশ্লিষ্ট ক্রেডিট কার্ডধারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ইকুইফ্যাক্সের ডাটাবেজে বিনা অনুমতিতে কার্যক্রম চালানোর কোন প্রমাণ পাওয়া না গেলেও গত মে থেকে জুলাই পর্যন্ত এসব গ্রাহকের সংরক্ষিত তথ্য হ্যাকাররা তাদের নিজেদের দখলে নেয়। তথ্যগুলোর মধ্যে রয়েছে নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্ম তারিখ, ঠিকানা এবং ড্রাইভিং লাইসেন্স।
×