ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি মাসে ১২ কোম্পানির এজিএম

প্রকাশিত: ০৫:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

চলতি মাসে ১২ কোম্পানির এজিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং এক কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি মাসে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ল্যাম্পস, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের এজিএম ১২ আগস্ট, বেলা ১১টায়, ইমানুয়েলস বানকিউট হল, হাউস নং ০৪, রোড নং ১৩৪-১৩৫, গুলশান-১, ঢাকাতে; পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের ১৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯টায়, রাওয়া কনভেনশন হল (এ্যাংকর) তৃতীয়তলা, মহাখালী, ঢাকাতে; বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২০ সেপ্টেম্বর, সকাল ১০টায়; সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায়, এমআইআই শমরিতা হসপিটাল এ্যান্ড মেডিক্যাল কলেজ অডিটরিয়াম, ১১৭ তেজগাঁও, লাভ রোড, ঢাকাতে; এ্যাপেক্স ট্যানারির একই দিন সকাল ১০টায়, বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন, গুলশান-১, ঢাকাতে; ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, অডিটরিয়াম, এনএলআই টাওয়ার, ৫৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরানবাজার, ঢাকাতে; একই দিন সকাল ১০টায়, রাওয়া কনভেনশন হল (এ্যাংকর), তৃতীয়তলা, মহাখালী, ঢাকাতে সান লাইফ ইন্স্যুরেন্সের অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৫ কোম্পানির এজিএম। এর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সর সকাল ১০টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ঢাকাতে, সকাল সাড়ে ১০টায়, মেঘনা-কর্ণফুলি বীমা ভবন, ১১/বি, ১১/ডি, টয়নবি সার্কুলার রোড, মতিঝিল সি/এ, ঢাকাতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের; প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের যথাক্রমে সকাল সাড়ে ৯টায় এবং দুপুর ১২টায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টার, এস এস খালেদ রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর ২৮ সেপ্টেম্বর সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেডের ইজিএম দুপুর সাড়ে ১২টায়, গুলশান ক্লাব, হাউস নং এনডব্লিউজে-২/এ, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২ ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো তাদের বোর্ড সভায় ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আহ্বান করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ল্যাম্পস ৩০ শতাংশ নগদ, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স নো ডিভিডেন্ড, সন্ধানী লাইফ ২০ শতাংশ বোনাস, এ্যাপেক্স ট্যানারি, ৪০ শতাংশ নগদ, ন্যাশনাল লাইফ ৩৫ শতাংশ (নগদ ২০ শতাংশ বোনাস ১৫ শতাংশ), সান লাইফ নো ডিভিডেন্ড, রূপালী লাইফ ১০ শতাংশ নগদ, মেঘনা লাইফ ২৫ শতাংশ (২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস), প্রগতি লাইফ ২৫ শতাংশ (নগদ ৮ শতাংশ ও ১৭ শতাংশ বোনাস), বিএসআরএম স্টিলস লিমিটেড ৩৫ শতাংশ নগদ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ২০ শতাংশ (নগদ ১০ শতাংশ ও ১০ শতাংশ স্টক) লভ্যাংশ ঘোষণা করেছে।
×