ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩, কমেছে ১৫৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, সামিট পাওয়ার, ফরচুন সুজ, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা সিমেন্ট, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ড্রাস্টিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, আরামিট সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স ও গ্রামীণফোন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো দুলামিয়া কটন, বিএসআরএম লিমিটেড, সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার, গ্রামীণ স্কিম ২, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফাইন ফুড, লিগ্যাসি ফুটওয়্যার ও এপেক্স স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭, কমেছে ১৩১ এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ইউসিবি, ফার্স্ট ব্যাংক, অগ্নি সিস্টেম ও আইডিএলসি।
×