ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়াইনের জন্য ...

প্রকাশিত: ০৫:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

ওয়াইনের জন্য ...

ওয়াইনের স্বাদ ও ব্যবসায়িক সাফল্যের কৌশল শিখতে সরকারী পৃষ্ঠপোষকতায় প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে চীন। ইতোমধ্যেই দেশটি বিশ্বের নামী ওয়াইন প্রস্তুতকারক চিলি, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলেছে। বিশ্বে এই মুহূর্তে ওয়াইনের অন্যতম বৃহৎ ভোক্তাও চীনারা। ২০১৬ সালেই দেশটিতে ওয়াইনের চাহিদা বেড়েছে আগের বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি। - বিবিসি সবচেয়ে বড় কাঠের জাহাজ! নিউজিল্যান্ড থেকে যাত্রা শুরু করে শুক্রবার ফিজি পৌঁছেছে ব্রিটেনের সবচেয়ে বড় কাঠের জাহাজ টেনাসিয়াস। সুভা শহরের পোতাশ্রয়ে নোঙ্গর করার পর জাহাজটি ঘুরে দেখে ফিজির শিশুরা। ৬৫ মিটার দৈর্ঘ্যরে ও ৫৮৬ টন ওজনের জাহাজটির নক্সা করা হয় ১৯৯০ সালের শুরুতে। নির্মাণ শেষে এটি সমুদ্রে ভাসানো হয় ২০০০ সালে। জাহাজটি চালানোর জন্য আছেন ৪০ জন পেশাদার নাবিক। ২৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কেয়ার্নসের উদ্দেশ্যে যাত্রা করবে টেনাসিয়াস। - সিনহুয়া
×