ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গণপরিবহনে রাসায়নিক হামলার আশঙ্কা

কাশ্মীরে এনকাউন্টারে হিজবুল নেতা আদিল আটক

প্রকাশিত: ০৫:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

কাশ্মীরে এনকাউন্টারে হিজবুল নেতা আদিল আটক

ভারতের জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে শোপিয়ান এলাকায় শনিবার রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ১ সন্ত্রাসীকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে এবং অন্য ১ সন্ত্রাসী নিহত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম এনকাউন্টার ঘটনায় এক সন্ত্রাসীকে আটক করা হলো। খবর এনডিটিভি অনলাইনের। এনকাউন্টার শুরু হয় শনিবার সন্ধ্যায়। আটক সন্ত্রাসীর নাম আদিল এবং নিহত সন্ত্রাসীর নাম তারেক আহমেদ। তারেক স্থানীয় বাসিন্দা। পুলিশ বলেছে, আদিল সম্প্রতি হিজবুল মুজাহিদীন গ্রুপে যোগ দিয়েছে। পুলিশ জানায়, শোপিয়ান জেলায় বারবুগ গ্রামে ৩ সন্ত্রাসী অবস্থান নিয়েছে বলে গোপনসূত্রে সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী শনিবার সন্ধ্যায় এক যৌথ অভিযান শুরু করে। অন্য এক ঘটনায় কাশ্মীরের দক্ষিণাঞ্চলে অনন্তনাগ এলাকায় সন্ত্রাসীরা শনিবার এক পুলিশ দলের ওপর হামলা চালালে ১ কনস্টেবল নিহত হন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের রবিবারের বৈঠকস্থান থেকে মাত্র এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা এ হামলা চালায়। রাজনাথ সিং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে জম্মু ও কাশ্মীরে চারদিনের সফরে এসেছেন। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, মেট্রো ট্রেন ও বাস স্টপেজের মতো জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে। রাজ্যগুলোকে জনগুরুত্বপূর্ণ ওইসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১ সেপ্টেম্বর কেন্দ্রের প্রেরিত একটি চিঠিতে পরিচালক-পদস্থ এক কর্মকর্তা জানান যে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বাণিজ্যিক বিমানগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। চিঠিতে অস্ট্রেলিয়ায় গত মাসে এ ধরনের একটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা উল্লেখ করা হয়, এবং ভারতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের চিঠিতে রাজ্যগুলোকে বলা হয় তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ব্যক্তিগত ইলেকট্রনিক্স অথবা ছোট যন্ত্রপাতি ও অন্য ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করে হামলা হতে পারে।
×