ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হক্সবে সৈকতে পানিতে ডুবে দুই পরিবারের ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানে হক্সবে সৈকতে পানিতে ডুবে দুই পরিবারের ১২ জনের মৃত্যু

পাকিস্তানের বন্দর শহর করাচীর হক্সবে সৈকতে পানিতে ডুবে দুই পরিবারের অন্তত ১২ জন মারা গেছে। শনিবার সন্ধ্যায় সাগরে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে তারা ভেসে যায়। খবর ডন ডটকমের। ওই পরিবারগুলো জনপ্রিয় হক্সবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। বর্ষাকালে সাগর উত্তাল থাকায় সেখানে গোসল করায় নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সাগরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। করাচি-দক্ষিণের ডিআইজি আজাদ খান জানান, একটি শিশু সৈকতের টার্টল বিচের কাছে একটি ঘূর্ণিস্রোতে আটকা পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরা সবাই সাগরের পানিতে ডুবে যায়। মৃতদের মধ্যে এক ব্যক্তি, তার কিশোর বয়সী ছেলে ও মেয়ে এবং দুই ভাই রয়েছে বলে তিনি জানিয়েছেন। ওই পরিবারগুলোর সদস্যদের সাগরে গোসল করতে ‘বহুবার’ বাধা দেয়ার পর তারা বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে শুরু করে, কিন্তু এর মধ্যেই ওই শিশুটি ঘূর্ণিস্রোতে পড়ে গেলে পুরো পরিস্থিতি পাল্টে যায় বলে জানিয়েছেন ডিআইজি আজাদ।
×