ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশম সংসদের ১৭তম অধিবেশন পাঁচ দিন চলবে

প্রকাশিত: ০৫:১২, ১১ সেপ্টেম্বর ২০১৭

দশম সংসদের ১৭তম অধিবেশন পাঁচ দিন চলবে

সংসদ রিপোর্টার ॥ মাত্র ৫ দিন চলবে দশম সংসদের ১৭তম অধিবেশন। রবিবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। সকাল থেকেই চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য । যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে জলকামান থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখে প্রশাসন। এমনকি সংসদ ভবনে প্রবেশ নিয়েও ছিল কঠোর কড়াকড়ি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এই অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ৫ দিনের এই অধিবেশন প্রতিদিন বিকেল ৫টায় শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চীফ হুইপ আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল উপস্থিত ছিলেন। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। জাতীয় সংসদে নেয়া শোক প্রস্তাবে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- সাবেক সংসদ সদস্য ও প্রাদেশিক পরিষদ সদস্য মোঃ ইসহাক মিয়া ও ডাঃ মোঃ সাদাত আলী সিকদার, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হারুনার রশিদ মন্নু, সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান, অধ্যক্ষ এস এম আবু সাঈদ, হাজী মোঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ. ছানাউল্লা ও মোঃ বদরুদ্দোজা এবং সংসদ সচিবালয়ের কর্মচারী মোঃ মনিরুজ্জামান সরদার। এছাড়াও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, সাবেক সচিব ড. মাহবুবুর রহমান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হকসহ আরও অনেকের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবে প্রয়াতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়। এর আগে স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সদস্যরা হলেন- লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, মোঃ মোতাহের হোসেন, মোঃ সোহরাব উদ্দিন, মোঃ ফখরুল ইমাম ও মাহজাবিন খালেদ। অধিবেশনে ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন।
×