ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী রায় রিভিউয়ের জন্য সরকারের কাছ থেকে নির্দেশনা আসেনি ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:০৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

ষোড়শ সংশোধনী রায় রিভিউয়ের জন্য সরকারের কাছ থেকে নির্দেশনা আসেনি ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপীল বিভাগের রায় নিয়ে রিভিউ করার জন্য সরকার পক্ষ থেকে এখনও কোন নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনও কোন ইন্সট্রাকশন আসেনি।’ রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ্যাটর্নি জেনারেল। এর আগে আইনমন্ত্রী বলেছিলেন, আমরা যেহেতু এই রায়ে সংক্ষুদ্ধ তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে, এই রায়ের রিভিউ করা হবে কি না? আমরা এখনও কোন সিদ্ধান্তে উপনীত হই নাই। কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনও নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপীল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীল খারিজ করে সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করেন। ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিল।
×