ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী কাল রোহিঙ্গাদের অবস্থা দেখতে উখিয়া যাচ্ছেন

প্রকাশিত: ০৫:০৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী কাল রোহিঙ্গাদের অবস্থা দেখতে উখিয়া যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে আগামীকাল মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন। রবিবার গণভবনে এক অনুষ্ঠান শেষে সরকার ও দলের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকেও এটি নিশ্চিত করা হয়। গত ৭ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রও এ ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে। এদিকে আওয়ামী লীগের তিন সদস্যের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল স্থানীয় নেতাদের সঙ্গে প্রতিদিন ২০ হাজার রোহিঙ্গাকে বিনামূল্যে খাওয়াচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেনÑ সংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। জাতিগত বিরোধ ও ধ্বংসলীলার পর প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক মুখপাত্র বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত দুই লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গাদের খাদ্য ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে এ মুহূর্তেই অন্তত সাত কোটি ৭০ লাখ ডলার (৬৩০ কোটি টাকা) দরকার।
×