ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৫৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

টঙ্গীবাড়িতে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কান্দিপাড়ায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হচ্ছেÑ শাহ আলম খান (৫৫) ও আলী হোসেন শেখ (৫০)। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাড়ির উঠানে এসে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাহ আলম খানকে মৃত ঘোষণা করে। গুরুতর অবস্থায় আলী হোসেন শেখকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত শাহ আলমের ভাই আক্তার খান বলেন, তার ভাই শাহ আলম ও পাশের বাড়ির আলী হোসেন শেখ টঙ্গীবাড়ি উপজেলার কুন্ডের বাজার থেকে বাড়ি আসছিলেন। বাড়ির উঠানে আসার পর পাশের বাড়ির নাসির মোল্লা, রাসেল মোল্লা ও সোহেল মোল্লা তাদের কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে বাড়ির লোকজন বাইরে আসলে ওই তিন ভাই পালিয়ে যায়। দুইজনকে এমনভাবে কোপান হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। গরুর কোপানোর মতো করে কুপিয়েছে। নিহত শাহ আলমের স্ত্রী ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ঘরের দরজার সামনে ওরা আমার স্বামীকে মাইরা ফালাইয়া গেল। শনিবার এশার নামাজের পরে নাসির, রাসেল, সোহেলসহ আরও কয়েকজন শাহ আলমের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হত্যাকা- ঘটিয়েছে। দুই পক্ষের মধ্যে জমি নিয়ে প্রায় পাঁচ বছর ধরে মামলা চলমান রয়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান জানান, একই বংশের নাসির মোল্লা গংদের সঙ্গে শাহ আলমদের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিবাদ ছিল। এ ঘটনায় নিহত শাহ আলম খানের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ হত্যার মামলার এজাহার নামীয় চারজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতরা হলো- এজাহার নামীয় ফজল খাঁ (৫৫), তানিয়া আক্তার স্বর্ণা (২৭), নাদিয়া আক্তার (২৫) ও নয়ন তারা (৫৫) এবং অজ্ঞাতানামা তালিকার আয়শা বেগম (১৮)। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ মাগরিব জানাজা শেষে কান্দাপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
×