ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫০, ১০ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ ৭। দেবীদের মধ্যে অন্যতম হলেন- (র) দুর্গা ও কালী (রর) লক্ষ্মী ও সরস্বতী (ররর) বীণা ও আনন্দময়ী। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ৮। মনসাদেবীর আরেক নাম কী? (ক) বিষ্ণু (খ) সর্পদেবতা (গ) ধনদেবী (ঘ) দেবরাজ। ৯। পূজা শব্দের অর্থ কী ? (ক) পার্বণ (খ) অনুষ্ঠান (গ) আয়োজন (ঘ) শ্রদ্ধাজ্ঞাপন। ১০। যে কারণে শনিদেব রুষ্ট হন- (র) দায়িত্বহীনতা (রর) পাপ (ররর) অপবিত্রতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। যজ্ঞের জন্য নিচের কোনটি প্রয়োজন ? (ক) শঙ্খ (খ) পবিত্র সুতা (গ) ঘন্টা (ঘ) পঞ্চারতি । ১২। পূজার সময় কলসের মুখে যা স্থাপন করা হয়- (র) আ¤্রপল্লব (রর) একটি সবুজ নারিকেল (ররর) রঙিন ফুল। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। প্রদীপ কিসের প্রতীক- (র) জ্ঞানের (রর) পবিত্রতার (ররর) আলো ও আত্মার । নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। চন্দনের গন্ধ কোনটির সৃষ্টি করে ? (ক) স্বাস্থ্যকর পরিবেশ (খ) পবিত্র পরিবেশ (গ) আনন্দঘন পরিবেশ (ঘ) স্বর্গীয় পরিবেশ । ১৫। ভগবান বিষ্ণুর কয়টি নাম রয়েছে ? (ক) একশতটি (খ) পাঁচশতটি (গ) সাতশতটি (ঘ) এক হাজারটি। ১৬। পূজার জন্য যা করা হয়- (র) দেবতা নির্মাণ (রর) দেবতার ঘর সাজানো (ররর) বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। কলসকে কী বলা হয় ? (ক) আলো (খ) মঙ্গল (গ) মঙ্গলঘট (ঘ) পাত্র । ১৮। আমাদের দেহে আত্মারূপে বিরাজ করছেন যিনি- (ক) শিব (খ) লক্ষ্মি (গ) গৌরহরি (ঘ) শ্রীকৃষ্ণ। ১৯। নারায়ণ পূজার ফলে মানুষের মধ্যে কোনটি প্রতিষ্ঠিত হয় ? (ক) শান্তি (খ) বন্ধুত্ব (গ) সুসম্পর্ক (ঘ) ভ্রাতৃত্ব। ২০। দেবÑদেবীর পূজা করলে- (র) ঈশ্বর খুশি হন (রর) ভক্তের আঙ্খাকা পূরণ হয় (ররর) দেবত্ব অর্জন করা যায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। (চলবে...)
×