ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

পিইসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৫:৪৯, ১০ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ‘শিক্ষাজগৎ’ বিভাগে ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে। দ্বিতীয় অধ্যায় : ভাগ ১। ভাগের শেষে যে সংখ্যা থেকে যায় তা ভাগশেষ, ভাগশেষের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? ভাজক এর সমান হবে ভাজক থেকে বড় হবে ভাজক থেকে ছোট হবে ভাজক দিয়ে ভাগশেষকে ভাগ করতে হবে ২। ভাজক, ৮, ভাগফল ৫, ভাগশেষ ৭ হলে, ভাজ্য কত? ৩৩ ৪৩ ৪৭ ৬১ ৩। ভাগশেষ ৪ এবং ভাজক ভাগশেষের ৩ গুণ হলে, ভাজক কত? ১০ ১২ ১৪ ১৬ ৪। কোনো ভাগ অংকে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল কোনটি হবে? ০ ১ ২ ৩ ৫। ৫৪৮২৬ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ২৬ ১২৬ ১৩৬ ১৫৬ উত্তর: ১.গ ২.গ ৩.খ ৪.খ ৫.ক
×