ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাগজের ফুলদানি

প্রকাশিত: ০৫:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৭

কাগজের ফুলদানি

৬৫ বছর বয়সী চীনা নাগরিক ঝ্যাং কেহু। শখের বশে নানা শিল্পকর্ম তৈরি করেন। এবারও তাই করেছিলেন। তবে এই শিল্পকর্ম নিয়ে এতটা মাতামাতি হবে তা প্রথমে বুঝতে পারেননি। এবার খেলার তাস দিয়ে ফুলদানি বানিয়ে রীতিমতো তারকা বনে গেছেন ঝিয়ানজিয়াং প্রদেশের বাসিন্দা ঝ্যাং কেহু। এই ফুলদানির ছবি সামাজিক মাধ্যমে ছাড়তেই অনেকেই এটি পেতে ঝ্যাং কেহুর সঙ্গে যোগাযোগ করে। বলা হয়েছে, সাধারণত মাটি ও সিরামিকসের তৈরি ফুলদানিগুলো দামী হয়। বেশিদিন ব্যবহার করলে রং চটে যায়। কিন্তু কাগজের তৈরি ফুলদানিগুলো দামেও কম। আবার অল্প কয়েকদিন ব্যবহারের পর ফেলে দেয়া যায়। তার এই ধারণা কাজে লাগিয়ে এখন বাণিজ্যিকভাবে কাগজের ফুলদানি তৈরির চেষ্টা চলছে। -চায়না ডেইলি অবলম্বনে।
×