ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়র আনিসুলের অবস্থার উন্নতি, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৭

মেয়র আনিসুলের অবস্থার উন্নতি, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন

বিডিনিউজ ॥ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হয়েছে। তার স্ত্রী রুবানা হককে উদ্ধৃত করে শনিবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সদ্য বিদায়ী প্রেস মিনিস্টার নাদিম কাদির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আনিসুল হকের অবস্থা আগের চেয়ে ভাল। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত আনিসুল হক গত ৪ অগাস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়র আনিসুলের অবস্থার উন্নতির কথা জানিয়ে রুবানা হক পরে ফেসবুকে ইংরেজীতে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, তার (আনিসুলের) ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র) খুলে ফেলা হয়েছে। এখন তিনি নিজে শ্বাস নিচ্ছেন। তিনি চিকিৎসকের সঙ্গে চোখের ইশারায় যোগাযোগ করছেন। আমরা তাকে কোন বার্তা দিলে তিনি চোখ পিটপিট করে সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা আমাকে বলেছেন, তার স্থিতিশীল অবস্থায় তারা খুশি এবং তারা আশা করছেন আগামী সপ্তাহ নাগাদ তার রোগমুক্তির বিষয়ে আমরা আরও কিছু জানতে পারব। রুবানা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না করে গণ্যমাধ্যমে ব্রেকিং নিউজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ এবং গুজব ছড়ানোয় কষ্ট পেয়েছেন। আনিসুল হকের মেয়ের সন্তান জন্মদান উপলক্ষে গত ২৯ জুলাই লন্ডনে যান তিনি। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। উল্লেখ্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
×