ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবলের উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ০৫:৪৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবলের উদ্বোধন করবেন আজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ সেপ্টেম্বর ॥ কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল উদ্বোধনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৫’ উদ্বোধন করবেন। ইতোমধ্যে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সেল (মহড়া) সম্পন্ন করা হয়েছে। সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ভবনের সাজসজ্জা করা হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী কলাপাড়ার টিয়াখালী নদীর উপরে নির্মিত টিয়াখালী-লোন্দা সেতু এবং নবনির্মিত রাঙ্গাবালী উপজেলা পরিষদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়াও কলাপাড়া উপজেলা পরিষদের বর্ধিত ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। এছাড়া কুয়াকাটা প্রান্তে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে সাবেক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কলাপাড়ার ইউএনও এবিএম সাদিকুর রহমান। দেশের উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ সেবা দিতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে ২০১৩ সালে ১০ একর জমির ওপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে ২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়াকেন্দ্রিক সি-মি-ইউ-৫ কনসোর্টিয়ামে যুক্ত হয় বাংলাদেশ। প্রথম সাবমেরিন কেবলের চেয়ে প্রায় আটগুণ ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় সাবমেরিন কেবলটির পরীক্ষামূলকভাবে সংযোগ চালু হয় চলতি বছর ২১ ফেব্রুয়ারি। উদ্বোধনের মধ্য দিয়ে এ সাবমেরিন ক্যাবল দেশের টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইডথ বিদেশেও রফতানি করা সম্ভব হবে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি সারাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে। এদিকে পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুত কেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে কলাপাড়ার টিয়াখালী নদীর উপর ১৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৭৫ মিটার দৈর্ঘ ব্রিজের নির্মাণ কাজ করা হয়। প্রধানমন্ত্রীর চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে কলাপাড়াসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় এক ধরনের উৎসবমুখর আমেজ রয়েছে। আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের নতুন ইউনিটের উদ্বোধন আজ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, রোববার প্রধানমন্ত্রী আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল নর্থ প্রকল্পের উদ্বোধন করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ী এই নতুন প্লান্টের উদ্বোধন করবেন। দেশের অন্যতম বৃহত বিদ্যুত উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) ইউনিটের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২ এপ্রিল। এডিবি, আইডিবি, জিওবির আর্থিক ঋণ সহায়তায় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব তহবিল থেকে মোট ২ হাজার ৫৯০ কোটি টাকা ব্যয়ে এই ইউনিটের নির্র্মাণ কাজ শেষ হয়। প্রাকৃতিক গ্যাসভিত্তিক এই পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ শেষে চলতি বছরের ১১ জুন থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। এই ইউনিটের নির্মাণ কাজ করেছে স্পেনের টেকনিকাস রিইউনিডাস এবং টিএসকে ইলেক্ট্রনিকা ওয়াই ইলেক্ট্রি সাইডাড এসএ নামে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে এই ইউনিট থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
×