ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ ইসি বসবে দুটির সঙ্গে

২১ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১২ দলের সঙ্গে সংলাপ

প্রকাশিত: ০৫:৪৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

২১ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১২ দলের সঙ্গে সংলাপ

স্টাফ রিপোর্টার ॥ ঈদের বিরতির পর আজ রবিবার থেকে পুনরায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের সূচী অনুযায়ী ইসির নিবন্ধিত দুটি রাজনৈতিক দলের সঙ্গে আজকের সংলাপ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে। বেলা তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সঙ্গে সংলাপের সময়সূচী নির্ধারিত রয়েছে। ইসির কর্মকর্তারা জানান, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংলাপে বসতে দল দুটিকে আগেই চিঠিতে জানিয়েছে দেয়া হয়েছে। রাজনৈতিক দলের এই সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আগারগাঁও নির্বাচন কমিশনের ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানান, আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করবে ইসি। তাদের সময়সূচী অনুযায়ী আজ রবিবারের পর আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার আরও দুটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে বাংলাদেশ খেলাফত মজলিস ও বিকেলে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ১৪ সেপ্টেম্বর সকালে কল্যাণ পার্টি ও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ১৭ সেপ্টেম্বর সকালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি, ১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বিকেলে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর সকালে গণফ্রন্ট ও বিকেলে গণফোরাম, ২১ সেপ্টেম্বর সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত আছে। ইসির কর্মকর্তারা জানান, ২৩ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে যাবেন। দেশে ফিরবেন ২৮ সেপ্টেম্বর। ফলে এই সময়ের মধ্যে কোন দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে না। অক্টোবরের শুরুতে আবারও যথানিয়মে সংলাপ অনুষ্ঠিত হবে। ঈদের আগে তিন দফায় পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের নিম্নক্রম অনুযায়ী সংলাপে বসতে চিঠি দেয়া হচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করলেও এখনও প্রধান প্রধান রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি। পর্যায়ক্রমে তাদের সংলাপের আহ্বান জানানো হবে। এছাড়া ইসি কর্মকর্তারা জানিয়েছে, বড় দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে সংলাপের দিনক্ষণ ঠিক করা হবে। ইসির রোডম্যাপ অনুযায়ী গত ৩১ জুলাই থেকে সুশীল সমাজের সঙ্গে সংলাপের আনুষ্ঠানিকতা শুরু করেছে। এর পর গত ১৬ এবং ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। সংলাপে এখন পর্যন্ত নির্বাচনে সেনাবাহিনী রাখার পক্ষে-বিপক্ষে, না ভোটের বিধান ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সঙ্গে আস্থার পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা বিধানসহ একাধিক বিষয় সংলাপে উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং নির্বাচনের সময় সহায়ক সরকারের প্রস্তাব করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের মধ্যে ৪০টি দলের সঙ্গে সংলাপের কর্মপরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অন্যদের নিয়ে অক্টোবরের মধ্যেই সবার সঙ্গে আলোচনা করতে হবে। ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি।
×