ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অধিবেশন আজ শুরু

রোহিঙ্গা ইস্যুতে সরব হতে পারে সংসদ

প্রকাশিত: ০৫:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে সরব হতে পারে সংসদ

সংসদ রিপোর্টার ॥ চলতি দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ রবিবার বসছে। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহ্বান করা এই অধিবেশন হবে স্বল্পকালীন। সংক্ষিপ্ত অধিবেশন হলেও সংবিধানের ষোড়শ সংশোধনীর পরিবর্তে রোহিঙ্গা ইস্যুতেই সরব থাকতে পারে সংসদ অধিবেশন। সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা সর্বোচ্চ দুই সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে। সরকারী দলের একাধিক সংসদ সদস্য ও হুইপদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় উঠে আসবে চলমান রোহিঙ্গা সমস্যা। সরকারের পক্ষ থেকে সংসদে জোরালো আলোচনা করে একটি সর্বসম্মত প্রতিবাদ পাঠানো হতে পারে। এ নিয়ে সংসদে নির্দিষ্ট দিনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা আরও জানান, রোহিঙ্গা ইস্যু সামনে চলে আসায় বিচারপতিদের অপসারণ সংক্রান্ত বিতর্ক নিয়ে সংসদে আলোচনার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ষোড়শ সংবিধান সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণ নিয়ে সংসদে ফের আলোচনার ঝড় উঠবে কি না, আজ কার্যোপদেষ্টা কমিটির বৈঠকের পর নিশ্চিত হওয়া যাবে। সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, এবারের অধিবেশন হবে স্বল্পকালীন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন, তাই অধিবেশনটি দীর্ঘ হওয়ার সম্ভাবনা কম। রোহিঙ্গা ইস্যু যেহেতু সামনে এসেছে তাই এ নিয়ে অধিবেশনে জোরালো আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হতে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ কারণে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের আগেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হতে পারে। অন্যথায় দীর্ঘ বিরতি দিয়ে আবার শুরু হতে পারে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে সংবিধানে। এর আগে গত ১৩ জুলাই সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ কার্যদিবস চলে। অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট পাসের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এবারের অধিবেশনে নতুন, পুরাতন মিলিয়ে ১৪টি বিল রয়েছে। আরও কয়েকটি নতুন বিল সংসদে উত্থাপিত হতে পারে।
×