ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গী, অবৈধ অস্ত্রও ঢুকতে পারে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গী, অবৈধ অস্ত্রও ঢুকতে পারে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৯ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সরকার উদ্বিগ্ন। কারণ এই শরণার্থীদের সঙ্গে আবার কোন্ ষড়যন্ত্র এখানে আসে। কারণ তরুণ সমাজকে ধ্বংস করছে যে ইয়াবা, শরণার্থীদের সঙ্গে সেই ইয়াবার স্রোত এবং তার সঙ্গে অবৈধ অস্ত্রও আসতে পারে। যে জঙ্গী মিয়ানমারের সঙ্কট, শরণার্থীদের সঙ্গে সেই জঙ্গীর অনুপ্রবেশ ঘটতে পারে। তাই জঙ্গী, অবৈধ অস্ত্র ও ইয়াবার অনুপ্রবেশের সঙ্গে দেশী-বিদেশী ষড়যন্ত্রেরও অনুপ্রবেশ ঘটতে পারে বলেও মনে করেন তিনি। সেতুমন্ত্রী আরও বলেন, আমরা বর্তমানে ইতিহাসের কঠিনতম এক চ্যালেঞ্জ মোকাবেলা করছি, আমরা এ মুহূর্তে প্রতিকূল স্রোতে সাঁতার কাটছি। হাওড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে ফেলতে না ফেলতে, হাওড় এলাকায় যে ক্ষতি, যেজন্য বাংলাদেশকে আজকে বিদেশ থেকে চাল আমদানি করতে হচ্ছে। হাওড়ের ক্ষয়ক্ষতির পর উপকূলে জলোচ্ছ্বাস, সাম্প্রতিক বন্যা, এ বন্যা হাওড় তথা বন্যার ক্ষয়ক্ষতির ক্ষত সারাতে না সারাতে আজকের মিয়ানমারের রাখাইন রাজ্যের তাদের অভ্যন্তরীণ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত তিন লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে স্রোতের মতো প্রবেশ করেছে। শেষ পর্যন্ত এদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমরা উদ্বিগ্ন এ কথা ভেবে যে, হাওড়ের, উপকূলের, বন্যার ক্ষয়ক্ষতির পর রোহিঙ্গা শরণার্থীদের এত বিশাল বোঝা আমরা কিভাবে বহন করব। এসব আশঙ্কা সত্ত্বেও মানবিক বিবেচনায় শিশু, অসহায়, নির্যাতিত নর-নারী রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়া হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার এ নিয়ে ২৪ ঘণ্টা কাজ করছে। আওয়ামী লীগের একটি শক্তিশালী দল সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘মানবিক আচরণ আমরা করব। সেই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাব, আমাদের ওপর যে বিশাল বোঝা জেঁকে বসেছে, তাতে আমাদের জনগণ, জীবন প্রভাবিত হচ্ছে। আপনারা মিয়ানমার সরকারকে বাধ্য করুন, এই রোহিঙ্গা শরণার্থীদের যেন তাদের দেশে ফিরিয়ে নেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালীর কবিরহাট উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, এরা হচ্ছে উন্নয়নের দুধের সর খাওয়ার দল, দুধের সরের জন্য উতলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এ জন্য দিনকে বলে রাত, রাতকে বলে দিন। বড় বেপরোয়া তারা। নির্বাচন কমিশনও তাদের খুশি করতে পারবে না, তারা খুশি হবে যদি তাদের নিশ্চয়তা দেন আগামী নির্বাচনে ৩০০ আসন পুরোটাই তাদের দেয়া হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হাওয়া ভবনকে খাওয়া ভবনে চালু করতে পারবে। আজকের সব উন্নয়ন তখন পরিত্যক্ত হবে। তিনি বলেন, প্রশংসা করতে শিখুন, সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। আর বিএনপি নিন্দা করছে। বিএনপি কি চায়- শেখ হাসিনার সাফল্য বিএনপির সহ্য হয় না। বিএনপি হাসিনা মুক্ত বাংলাদেশ চায়। এ খায়েশ কোনদিন পূর্ণ হবে না। দেশ কে নিয়ে ভাবুন, গণতন্ত্র নিয়ে ভাবুন। মন্ত্রী অনুষ্ঠানের শেষের দিকে বর্তমান সরকারের সময়ে নোয়াখালীর বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি বলেন, নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সংস্কারে কোন সরকারই উদ্যোগ নেয়নি। বর্তমান শেখ হাসিনার সরকার উদ্যোগ নিয়েছে। চারশত কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। নোয়াখালী খালসহ জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর খালসহ ছোট-বড় সবগুলো খালই সংস্কার হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ হাতে নেয়া হবে বলেও জানান মন্ত্রী। কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসি’র লাইন ডিরেক্টর মোঃ আবুল হাশেম খান, স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এএম মজিবুল হক, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, জেলা সিভিল সার্জন সামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ। পরে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় আয়োজিত এক মহিলা সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কদের।
×