ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ ৭ কোটি ৭০ লাখ ডলার সাহায্যের প্রস্তাব করেছে

প্রকাশিত: ০৫:৩৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ ৭ কোটি ৭০ লাখ ডলার সাহায্যের প্রস্তাব করেছে

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরীভিত্তিতে ৭৭ মিলিয়ন বা ৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ( প্রায় ৬১৬ কোটি টাকা) সহায়তা আহ্বান করেছে জাতিসংঘ। শনিবার ঢাকার জাতিসংঘ অফিস থেকে দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক দাতাদের কাছে এ সহায়তা আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ২৫৬ মিলিয়ন বা ২৫ কোটি ৬০ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে ডেনমার্ক। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মনে করেছে, এবার মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাতের ফলে দুই লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে জরুরীভিত্তিতে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। জাতিসংঘের নানা সংস্থা ও আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালের শেষ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে জীবনরক্ষা সহায়তা দিতে হতো। কিন্তু নতুন করে রোহিঙ্গার স্রোত নামতে থাকায় স্বাভাবিকভাবে সেসব সহায়তা কার্যক্রম অপ্রতুলই মনে হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের ঢাকা অফিসের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স বলেছেন, নতুন করে রোহিঙ্গা বেড়ে যাওয়ায় জরুরীভিত্তিতে ৬০ হাজার নতুন আশ্রয়কেন্দ্র প্রয়োজন। এছাড়া প্রয়োজন খাদ্য, নিরাপদ পানি, মানসিক বিষয়সহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং যৌন সহিংসতার শিকার নারীদের জন্য সহায়তা। জাতিসংঘের কেন্দ্রীয় জরুরী মোকাবেলা তহবিল (সিইআরএফ) এরই মধ্যে ৭০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে, যার মাধ্যমে আপাতত ৭৫ হাজার রোহিঙ্গাকে জীবনরক্ষা সহায়তা দেয়া যাবে বলে উল্লেখ করেন রবার্ট ওয়াটকিন্স। এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ২৫৬ মিলিয়ন বা ২৫ কোটি ৬০ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে ডেনমার্ক। দেশটির সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) মাধ্যমে এ সহায়তা দিয়েছে। শনিবার ড্যানিশ উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ড্যানিশ উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী আলা তোরনায়েস রাখাইন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের সংঘাতের তীব্র নিন্দা জানিয়েছেন। মন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষকে রোহিঙ্গাসহ অন্যান্য জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি জরুরী সহায়তা দরকার এমন হাজারো মানুষের জন্য মানবিক হাত বাড়িয়ে দেয়ারও অনুরোধ করেছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে আলা তোরনায়েস বলেন, রাখাইনের দৈন্যপীড়িত মানুষের সহযোগিতায় আমাদের আন্তর্জাতিক মানবিক অংশীদারদের পাশাপাশি ডেনমার্কও তাৎক্ষণিক আর্থিক সহায়তা নিয়ে প্রস্তুত।
×