ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাগলের রাজকপাল

প্রকাশিত: ০৫:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৭

ছাগলের রাজকপাল

আয়ারল্যান্ডে প্রতিবছর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে উৎসব চলাকালীন অবস্থায় ছাগল যেন সত্যি সত্যি রাজার মতো দিন কাটায়। তাকে পরানো হয় রাজমুকুট। তবে তার এই রাজকীয় জীবন বেশিদিন স্থায়ী হয় না। উৎসব শেষ হওয়ার পরেই তাকে সিংহাসনচ্যুত করা হয়। কেড়ে নেয়া হয় তার রাজমুকুট। -ইয়াহু নিউজ বানর যখন ওয়েটার ‘দ্য কায়াবুকিয়ান টাভারন’ নামের একটি জাপানিজ রেস্টুরেন্টের মালিক পুরুষ কিংবা নারী ওয়েটারের বদলে বানর দিয়ে ওয়েটারের কাজ করান। এই রেস্টুরেন্টের একটি বানর ফুকু-চ্যান। বানরটির বয়স ১৭ বছর। এই রেস্টুরেন্টে এটি প্রথম ওয়েটারের কাজ শুরু করে সাত বছর বয়সে। -ইয়াহু নিউজ
×