ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি রাজনীতি করে না ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি রাজনীতি করে না ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটের ঘটনাকে ইস্যু করে বিএনপি নোংরা রাজনীতির খেলায় মেতেছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে অভিযোগ করেছেন তা অত্যন্ত দুঃখজনক। শনিবার দুপুরে মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুতে এ দেশের জনগণের মনোভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই মিয়ানমারের অধিবাসী এই রোহিঙ্গারা যেন তাদের জন্মগত অধিকার পায়। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর আক্রমণ হচ্ছে তাই তারা প্রাণের ভয়ে বাংলাদেশে আসছে। তাদের সাময়িকভাবে এখানে আশ্রয় দিয়ে পরবর্তীকালে তারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারে সে জন্য সরকারকে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার আজকে ঠিক মিয়ানমার সরকারের মতোই রোহিঙ্গা ইস্যুটিকে ধামাচাপা দেয়ার জন্য নানা কৌশল গ্রহণ করেছে। যেটা এই দেশের জনগণ মোটেই পছন্দ করছে না। আমরা মনে করি সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য। আর মিয়ানমার যা বলছে তা সঠিক নয়। কারণ, রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেয়ার জন্য আজকে মিয়ানমার সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই ইস্যু নিয়ে নোংরা রাজনীতির প্রশ্নই উঠে না। ড. মোশাররফ বলেন, মিয়ানমার সরকার একটা জাতি গোষ্ঠীকে নির্মূল করে দেয়ার জন্য সরকারীভাবে সন্ত্রাস চালাচ্ছে। এটাকে কখনও আমরা সমর্থন করতে পারি না। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময়েও কিন্তু আমাদের এ দেশ থেকে বহু শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে ছিল, তারা ওই সময় বলেছিল এটা কোন বিষয় না, এরা অযথা দেশ থেকে পালিয়ে যাচ্ছে। ড. মোশাররফ বলেন, যদি ধ্বংসাত্মক এবং সর্বাত্মক একটা হত্যাযজ্ঞ না হয় তাহলে কোন দেশের নাগরিক তার ভিটেমাটি ও সহায়-সম্পত্তি ছেড়ে এভাবে পালিয়ে আসতে পারে না। তাই মানবিক কারণে আমাদের সবাইকে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জেবা খান, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। সুচির নোবেল সার্টিফিকেট ছিঁড়ে ফেলা উচিতÑরিজভী আউং সান সুচির নোবেল সার্টিফিকেট ছিঁড়ে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রাহুল করিব রিজভী। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা নেই। পররাষ্ট্রমন্ত্রী কি করছেন? কোন উত্তর নেই। আজকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু এ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করব? পররাষ্ট্রমন্ত্রী তো নীরব-নিথর, না যাচ্ছেন চীনে, না যাচ্ছেন ভারতে। প্রতিবেশী দেশ মিয়ানমারকে সমর্থন দিয়েছে। কারণ গুজরাটের ঘটনা আর মিয়ানমারের ঘটনা তো একই ধরনের। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, আজকে আউং সান সুচির রূপ বদলাতে দেখছি। সুচি এখন বলছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেয়া হচ্ছে।
×