ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রীকৃঞ্চ সেবা সংঘের উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ আউং সান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মানুষ ও মানবতার বিরুদ্ধে যার অবস্থান তার কাছে কোন অবস্থাতেই নোবেল পদক থাকতে পারে না। তার উচিত মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে নোবেল প্রাইজ ফেরত দেয়া। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা সভাপতির বক্তব্যে বলেন, মিয়ানমার ইস্যুতে ভারত যে ভূমিকা নিয়েছে তা দেশের হিন্দু সম্প্রদায়ের ইমেজ ক্ষুণ্ন করেছে। মানবতাবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ায় ভারতের অবস্থান শীর্ষে।
×