ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি এরশাদের আহ্বান

প্রকাশিত: ০৫:২৯, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি এরশাদের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা উদ্বাস্তু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকতে গোটা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। বিবৃতিতে এরশাদ বলেন, রোহিঙ্গা উদ্বাস্তু পরিস্থিতিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে আমরা ইতোপূর্বে এ ধরনের বিরাট সমস্যার সম্মুখীন হইনি। দশ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আমাদের মতো দেশে আশ্রয় দেয়া খুবই কঠিন। অপরদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের আশ্রয় না দিয়েও পারি না। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাব- এই আর্ত-মানবতার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং তাদের আশ্রয় দিতে হবে, সেবা দিতে হবে, চিকিৎসা দিতে হবে। মিয়ানমার সরকার তাদের সেনাবাহিনীকে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে ধরনের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে- তা আদিম বর্বরতাকেও হার মানিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, কোন দেশের সরকার তার নাগরিকদের ওপর এমনভাবে হত্যা-নির্যাতন, নারী ধর্ষণ, শিশু হত্যা, নারী হত্যা করতে পারে কিংবা তাদের বাড়িঘর পুড়িয়ে দিতে পারেÑ তা সভ্য দুনিয়ায় কল্পনাও করা যায় না। এজন্য মিয়ানমার সরকারের প্রতি আমি তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানাই।
×