ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লর্ডসে সফরকারী ওয়েস্ট উইন্ডিজের হার ৯ উইকেটে

দাপুটে জয়ে টেস্ট সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ০৫:২১, ১০ সেপ্টেম্বর ২০১৭

দাপুটে জয়ে টেস্ট সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টে তিনদিনেই ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১২৩ রানের জবাবে ১৯৪তে অলআউট হয় ইংলিশরা। ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ১৭৭-এ গুটিয়ে গেলে শনিবার তৃতীয়দিনে জো রুটদের সামনে ১০৭ রানের সহজ লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। মার্ক স্টোনম্যান (৪০*) ও টম ওয়েস্টলির (৪৪) সাবলিল ব্যাটিংয়ে ২৮ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। পেসারদের আগুন পারফর্মেন্সই পার্থক্য গড়ে দেয়। প্রথম ইনিংসে বেন স্টোকস নেন ৬ উইকেট। জেমস এ্যান্ডারসন ও রোল্যান্ড জোন্স দুটি করে। দ্বিতীয় ইনিংসে এ্যান্ডারসন একাই নেন ৭ উইকেটÑ এর মধ্য দিয়ে প্রথম ইংলিশ বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তুখোড় এই গতি তারকা। তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতে নিল রুটবাহিনী। প্রথম টেস্টে ইংলান্ডের জয় ইনিংস ও ২০৯ রানে, দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের জয় ৫ উইকেটে। দু’দল এক টি২০ (শনিবার) ও পাঁচ ওয়ানডেতে মুখোমুখি হবে। প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের তা-বে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কাইরেন পাওয়েল। শাই হোপ ২৯, চেস ১৮ ও ক্রেইগ ব্রেথয়েট ১০ রান করে আউট হন। জবাবে ইংল্যান্ডও বিপদে পড়েছিল। বেন স্টোকস ৬০ রান করে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছেন। নয় নম্বরে নামা স্টুয়ার্ট ব্রড করেন ৩৮। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন ডেভিড মালান (২০) জনি বেয়ারস্টো (২১) ও রোল্যান্ড জোন্স (১৩)। ১৯৪ রানে অলআউট ইংল্যান্ড। অতিথিদের হয়ে দুই পেসার কেমার রোচ ৫ ও অধিনায়ক হোল্ডার নেন ৪ উইকেট। আর এ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ের মুখে হোপ (৬২), পাওয়েলের (৪৫) দৃঢ়তা সত্ত্বেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ১৭৭-এ গুটিয়ে যায় উইন্ডিজ। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১২৩/১০ (৫৭.৩ ওভার) ব্রেথওয়েট ১০, পাওয়েল ৩৯, কাইল ০, শাই ২৯, চেস ১৮, ব্ল্যাকউড ১, ডাওরিখ ১, হোল্ডার ৯, বিশু ১৩*, রোচ ০, গ্যাব্রিয়েল ০; এ্যান্ডারসন ২/৩১, ব্রড ০/২৪, রোল্যান্ড-জোন্স ২/৩২, স্টোকস ৬/২২, মঈন ০/১৩ ও দ্বিতীয় ইনিংস ১৭৭/১০ (৬৫.১ ওভার) ব্র্যাথওয়েট ৪, পাওয়েল ৪৫, কাইল হোপ ১, শাই হোপ ৬২, চেস ৩, ব্লাকউড ৫, ডাওরিখ ১৪, হোল্ডার ২৩, বিশু ০, রোচ ৩, গ্যাব্রিয়েল ০, এ্যান্ডারসন ৭/৪২, ব্রড ২/৩৫। ইংল্যান্ড প্রথম ইনিংস ১৯৪ (৫২.৫ ওভার) কুক ১০, স্টোনম্যান ১, ওয়েস্টলি ৮, রুট ১, মালান ২০, স্টোকস ৬০, বেয়ারস্টো ২১, মঈন ৩, রোল্যান্ড-জোন্স ১৩, ব্রড ৩৮, এ্যান্ডারসন ৮*; রোচ ৫/৭২, গ্যাব্রিয়েল ১/৬৪, হোল্ডার ৪/৫৪ ও দ্বিতীয় ইনিংস ১০৭/১ (২৮ ওভার) কুক ১৭, স্টোনম্যান ৪*, ওয়েস্টলি ৪৪*; বিশু ১/৩৫। ফল ॥ ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী। সিরিজ ॥ তিন টেস্টের সিরিজ ইংল্যান্ড ২-১এ জয়ী।
×