ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেয়ার্নের সমালোচনায় লেভানডোস্কি

প্রকাশিত: ০৫:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

বেয়ার্নের সমালোচনায় লেভানডোস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের অর্থ বিনিয়োগ করার পদ্ধতি তেমন সুবিধাজনক নয়। বিশ্বের তারকা ফুটবলারদের জন্য আরও অর্থ খরচা করা উচিত। এমনটাই দাবি করেছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। আর সেটা না করতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়ার হুমকিতে পড়বে বেয়ার্ন এমনটাই মনে করেন এ পোলিশ তারকা। গত জুনেই বেয়ার্ন নতুন বুন্দেসলিগা রেকর্ড গড়ে খেলোয়াড় ট্রান্সফারে। ফরাসী মিডফিল্ডার কোরেন্টিন টোলিসোকে দলে আনে তারা লিও থেকে ৪১.৫ মিলিয়ন ইউরোতে। কিন্তু এটা একেবারেই ক্ষুদ্র পরিমাণে পরিণত হয় নেইমার ২২২ মিলিয়ন ইউরোতে বার্সিলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেয়ার কারণে। এসব দেখেশুনে লেভানডোস্কি বলেন, ‘বেয়ার্নকে ভাবতে হবে আরও বড় কিছু এবং আরও সৃষ্টিশীল হতে হবে। যদি ক্লাবটি বিশ্বমানের খেলোয়াড়দের আকৃষ্ট করতে চায় এর বিকল্প নেই। যদি সামনে থাকতে চায় তারা সেক্ষেত্রে গুণসম্পন্ন খেলোয়াড় অবশ্যই দরকার।’ গত জুলাইয়ে বেয়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়েনেস নেইমারের ট্রান্সফারে এত আর্থিক লেনদেনের বিষয়টিকে মূল্যস্ফীতি হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন এটা পুরোপুরিই পাগলামি। আর এমন কোন ব্যাপার বেয়ার্নে ঘটা সম্ভব নয় বলেও জানিয়ে দেন।
×