ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়ালেই বেশ সন্তুষ্ট রোনাল্ডো

প্রকাশিত: ০৫:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

রিয়ালেই বেশ সন্তুষ্ট রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ করফাঁকির মামলা প্রতিনিয়তই বিপত্তির মধ্যে রেখেছে। আর এই বিপত্তির কারণে স্পেনে অধিকাংশ মহাতারকাই এখন সমস্যা মোকাবেলা করছেন। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান তারকা নেইমার ছাড়াও আয়কর নিয়ে ঝামেলা পোহাচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরও রিয়াল মাদ্রিদে বেশ সন্তুষ্টচিত্তেই আছেন এ ফরোয়ার্ড। এমনটাই দাবি করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি আরও দাবি জানিয়েছেন যে রোনাল্ডোর স্পেন ছেড়ে যাওয়ার গুঞ্জন পুরোপুরি অতিরঞ্জিত। গত ৩১ জুলাই করফাঁকির মামলায় প্রাথমিক শুনানিতে উপস্থিত হয়েছিলেন রোনাল্ডো। তার বিরুদ্ধে মামলাটি হয়েছে ইমেজ রাইটসের ওপর প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগে। কিন্তু শুনানিতে সেটা অস্বীকার করেন রোনাল্ডো। স্পেনের সরকারী আইনজীবীরা অভিযোগ করেছেন যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও আয়ারল্যান্ডের দুটি প্রতিষ্ঠানের ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এ দু’টি প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সের হার খুবই কম। এছাড়া তাদের দাবি ২০১১-১৪ পর্যন্ত স্পেনে রোনাল্ডো তার আয় দেখিয়েছেন মাত্র ১১.৫ মিলিয়ন ইউরো। কিন্তু আসলে এই সময়ের মধ্যে তিনি প্রায় ৪৩ মিলিয়ন ইউরো আয় করেছেন। আর এসব ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে এখন স্পেনই ছেড়ে চলে যেতে পারেন রোনাল্ডো এমন গুঞ্জন বেড়েছে। কিন্তু পেরেজ এ বিষয়ে বলেন, ‘আমি জানি না এই গ্রীষ্মে কি ঘটল। একটা পত্রিকায় লেখা হলো রোনাল্ডোর এক সতীর্থ জানিয়েছেন যে সে স্পেন ছেড়ে যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই ঘটল না। তার মানে এগুলো সবই অতিরঞ্জিত। ক্রিশ্চিয়ানো এই ট্যাক্স সমস্যা নিয়ে খুব রাগান্বিত। সমন জারি করা হয়েছে, এটা কোন ব্যক্তির জন্যই সুখকর নয়।’
×