ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশ রানার্সআপ

প্রকাশিত: ০৫:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

সাউথ এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশ রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশন (সাবা) অনুর্ধ-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আয়োজক নেপাল হয়েছে তৃতীয়। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ বাস্কেটবল দল। বাংলাদেশ তাদের চতুর্থ ও শেষ ম্যাচে মালদ্বীপকে হারায় ১০৭-৫২ পয়েন্টে। এর আগে তারা ভুটানকে ১১৭-৪৩ পয়েন্টে এবং নেপালকে হারায় ৬৮-৫৬ পয়েন্টে। তবে ভারতের কাছে ৮৩-৬৪ পয়েন্টে হেরে যায়। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ভারত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য ফিবা অনুর্ধ-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল অংশ নেয়।
×