ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিদের চাপ কমাতে শাস্ত্রীর অনুরোধ

প্রকাশিত: ০৫:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

কোহলিদের চাপ কমাতে শাস্ত্রীর অনুরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি, উন্ডিজ হয়ে শ্রীলঙ্কা সফর, দেশের মািটতে একের পর এক সিরিজ তো আছেই, বিরাট কোহলিরা কার্যত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পরবর্তী সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতিও নিতে পারছেন না। এই অবস্থায় ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জাতীয় দলের সূচী আরও সহজ করার আহ্বান জানিয়েছেন কোচ রবিশাস্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে বলা হয়, ‘জাতীয় দলের সূচী আরও সহজ করতে বিসিসিআইকে অনুরোধ করেছেন শাস্ত্রী। শুক্রবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর ও বিসিসিআই’র সিইও রাহুল জোরির কাছে এমন অনুরোধ করেন তিনি।’ সফরে শ্রীলঙ্কাকে টেস্টে ৩-০, ওয়ানডেতে ৫-০তে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি২০তেও বড় জয় পায় ভারত। দুর্দান্ত পারফর্মেন্সের পর মাত্রই দেশে ফেরা কোহলিদের ফুসরত নেই, শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ।পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু যথাক্রমে ১৭ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর। শাস্ত্রীর বক্তব্য ধরে রিপোর্টে আরও জানায়, ‘ঠাসা সূচীর কারণে খেলোয়াড়রা নিজেদের তৈরি করতে খুব কম সময় পায়।’ শীতকালে দেশের মাটিতে তিনটি পরপর সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়া সিরিজ শেষের চারদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে টিম-ইন্ডিয়া। কিউইদের বিপক্ষে ১৭ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে। তিনটি টি২০ ম্যাচও রয়েছে সিরিজে। যা শেষ হবে না নভেম্বরে। নিউজিল্যান্ড সিরিজ শেষে ১৫ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা লড়াই। এরপর ২৮ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
×