ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীর্ষস্থান ধরে রাখতে চট্টগ্রাম আবাহনীর সামনে বাঁধা আজ ব্রাদার্স

প্রকাশিত: ০৫:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

শীর্ষস্থান ধরে রাখতে চট্টগ্রাম আবাহনীর সামনে বাঁধা আজ ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার ॥ ৪৮ ঘণ্টা বিরতি দিয়ে আজ রবিবার থেকে ফের মাঠে গড়াতে যাচ্ছে ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ।’ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসরে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি খেলা। এই খেলা দিয়েই শুরু হবে লীগের অষ্টম রাউন্ডের খেলা। বিকেল ৫টায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। সন্ধ্যা সোয়া ৭টায় পরের ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মোকাবেলা করবে ঢাকা আবাহনী লিমিটেড। সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বন্দরনগরীর দলটি চলতি লীগে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে রেখেছে। টানা ৫ ম্যাচ জয়ের পর ষষ্ঠ রাউন্ডে আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা হোঁচট খেলেও সপ্তম রাউন্ডে এসে আবারও জয়ের দেখা পায় তারা মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের সমান ম্যাচে সমান পয়েন্ট। কিন্তু গোল গড়ে এগিয়ে থাকায় এক নম্বরে চট্টগ্রাম আবাহনীই। চট্টগ্রাম আবাহনীর গোল গড় +১০, আর জামালেরটা +৮। তার মানে জামাল উত্তপ্ত নিঃশ্বাস ফেলছে আবাহনীর ঘাড়ে। ভুল করলে (হারলে বা ড্র করলে) সুযোগটা কড়ায়-গ-ায় কাজে লাগাতে সচেষ্ট হবে তিনবারের লীগ চ্যাম্পিয়ন জামাল, এতে কোন সন্দেহ নেই। কাজেই পয়েন্টের দূরত্ব আরেকটু বাড়াতে হলে আজ চট্টগ্রাম আবাহনীর জেতার কোন বিকল্প নেই। ম্যাচটি নিঃসন্দেহে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলমান লীগে একমাত্র চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামালই এখন পর্যন্ত কোন ম্যাচে হারেনি। এবারের দলবদলে সবচেয়ে শক্তিশালী দল গড়ে প্রথমবারের মতো লীগ শিরোপা জেতার স্বপ্ন দেখছে চট্টলার দলটি। সেজন্য এখনও তাদের পাড়ি দিতে হবে অনেক পথ। ধরে রাখতে হবে ধারাবাহিকতা, যেটা এখন পর্যন্ত বেশ ভালভাবেই ধরে রেখেছে তারা। আজকের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের দলীয় অবস্থা খুব একটা সুবিধার নয়। দুইবারের গোপীবাগের দলটি নিজেদের ৭ খেলায় জিতেছে মাত্র ১ ম্যাচে। ড্র ২টিতে। চারটিতেই হেরেছে। পয়েন্ট মাত্র ৫। পয়েন্ট টেবিলে ১২ দলের মধ্যে অবস্থান অনেক নাজুকই, দশম। তাদের আসলে ভাগ্যটাই খারাপ। কোচ নিয়ে ঝামেলার পাশাপাশি বিভিন্ন ম্যাচে বাজে রেফারিংয়েরও শিকার হয়ে ভুক্তভোগী হচ্ছে তারা। যেটার মাসুল তারা দিচ্ছে মূল্যবান অনেক পয়েন্ট হারিয়ে। আজকের খেলায় চট্টগ্রাম আবাহনী যেখানে ফেভারিট, সেখানে স্বভাবতই আন্ডারডগ। কাজেই তাদের লক্ষ্য থাকবে কমপক্ষে ড্র করা। জিতলে সেটা হবে বোনাস। গত লীগে পারস্পরিক প্রথম মোকাবেলায় ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। ফিরতি সাক্ষাতেও তাই, এবার হারায় ২-১ গোলে। কাজেই আজকের ম্যাচটা ব্রাদার্সের জন্য প্রতিশোধের হলেও আদৌ তারা সেটা নিতে পারবে কি না তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। আজকের ম্যাচে স্পটলাইট থাকবে চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড তৌাহিদুল আলম সবুজ এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড ওলাদিপোর ওপর। সবুজ ১ গোল করলেই বনে যাবেন চলতি লীগের একক সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলে দেবেন ৫ গোল করা শেখ জামালের সলোমন কিং কানফর্ম এবং সাইফ স্পোর্টিংয়ের হেম্বার ভ্যালেন্সিয়াকে। আর ওলাদিপো ২ গোল করলে (সেই সঙ্গে সবুজ কোন গোল না করলে) তিনিও যুগ্মভাবে শীর্ষ গোলদাতার আসনে গিয়ে আরোহণ করতে পারবেন। ‘অল রেড’ খ্যাত মুক্তিযোদ্ধা দুইবারের লীগ চ্যাম্পিয়ন। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট (২ জয়, ৫ হার)। অবস্থান নবম। পক্ষান্তরে সর্বাধিক ১৬ বারের লীগ চ্যাম্পিয়ন এবং ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী সমান ম্যাচে ৪ জয়, ২ ড্র ও ১ হারে ১৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ১৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে অবস্থান নবাগত সাইফ স্পোর্টিংয়ের। আবাহনী এবার অপ্রত্যাশিতভাবে ০-১ গোলে হেরেছে ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের কাছে যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে।
×