ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব দেখছে ‘পিএসজি শো’

প্রকাশিত: ০৫:১২, ১০ সেপ্টেম্বর ২০১৭

বিশ্ব দেখছে ‘পিএসজি শো’

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদসহ বর্তমান বিশ্বের বেশ কয়েকটি বড় বড় ক্লাব কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য সবধরনের চেষ্টা করেছিল। কিন্তু শেষমেশ পিএসিজিতে ধারে খেলতে যান মোনাকোর এই ফরাসী তারকা। প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে কিনতে বিশ্বের সেরা দল দুটি হাত ধুয়ে পেছনে পড়েছিল। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই তারকা ফুটবলার। দারুণ এক গোল করেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে, সে আসলেই লম্বা দৌড়ের ঘোড়া। এমবাপ্পের অভিষেক ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজিও। এডিনসন কাভানির জোড়া গোল আর নেইমার ও লুকাস মোউরার গোলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের সাবেক চ্যাম্পিয়নরা এদিন ৫-১ গোলে হারিয়েছে মেটজকে। শুক্রবার রাতে মেটজের মাঠে খেলতে যায় পিএসজি। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় তুলে নিয়েছেন নেইমাররা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ খেলতে থাকে পিএসজি। বরাবরের মতো এই ম্যাচেও নেইমার ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ২৫ মিনিটের মধ্যেই মেটজের রক্ষণভাগ কাঁপিয়ে তোলেন নেইমার-কাভানিরা। ম্যাচের ২২ মিনিটেই গোল পেতে পারত পিএসজি। কাভানির শট গোলবারে লেগে ফিরে আসে। প্রথম গোল পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। নেইমারের ডিফেন্স চেরা পাসে বল পেয়ে দারুণভাবে গোল করেন কাভানি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি প্যারিসের দলটি। ছয় মিনিট পরই ম্যাচে সমতা আনে স্বাগতিকরা। ইমানুয়েল রিভেরি গোল করে মেটজকে সমতায় ফেরান। বিরতির পর মেটজকে চেপে ধরে পিএসজি। এই অর্ধে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন আশুও-একাত্তো। সেই সুযোগটা কাজে লাগাতেও ভুল করেনি সফরকারীরা। ১০ জনের মেটজকে এরপর গোলবন্যায় ভাসিয়ে দেয় উনাই এমেরির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মেটজের রক্ষণভাগের ভুলের পূর্ণ সদ্ব্যবহার করেন এমবাপ্পে। মিনিট দশেক পর আবার এগিয়ে যায় পিএসজি। এবার গোল করেন নেইমার। প্রায় ২৫ গজ দূর থেকে গোল করেন সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড। আর ৭৫ মিনিটে এমবাপ্পের পাসে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন কাভানি। মৌসুমে টানা পাঁচ ম্যাচেই গোলের দেখা পেলেন এই তারকা। পিএসজির হয়ে শেষ গোলটি করেন মোউরা। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষেই রইল পিএসজি। আগামী ১৫ সেপ্টেম্বর লিওর বিপক্ষে নামবে নেইমারের দল। খেলা শেষে নিজেদের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট পিএসজির কোচ উনাই এমেরি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে আলাদা করেই প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এ প্রসঙ্গে দলটির অভিজ্ঞ কোচ বলেন, ‘মাঠে দলের মধ্যে চমৎকার এই ভারসাম্যটিই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে ভাল খেলোয়াড়দের খেলতে হবে ভাল খেলোয়াড়দের সঙ্গে। কিলিয়ান (এমবাপ্পে) দারুণ সূচনা করেছে।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে উড়ন্ত সূচনা করা পিএসজির লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ম্যাচগুলোতে। আগামী মঙ্গলবার গ্ল্যাসগোতে সেল্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের মিশন শুরু করবে ফরাসী জায়ান্টরা। ওই মিশনের আগে এমবাপ্পেকে পরখ করে দেখাও হয়ে গেছে পিএসজি কোচের। ক্লাবটি ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে দলে ভিড়িয়েছে তাকে।
×