ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো -খবর

প্রকাশিত: ০৪:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৭

টুকরো -খবর

গোডাউনে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি কার্টন কারখানার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে দুটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা বলে গোডাউনের মালিক দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার হাটাবো বাজারে। ক্ষতিগ্রস্ত শাহ আলম মিয়া জানান, শনিবার শেষ রাতে তার কার্টন কারখানার গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। পরে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় গোডাউনে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গোডাউনের মালিক মোঃ শাহ আলম আহত হন। নৌকাডুবিতে নিখোঁজ আরও এক লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় আইনুল হক (২৫) নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাতে হবিগঞ্জ সদর উপজেলাধীন রতনপুরস্থ লম্বাবাঁক নামক স্থানে খোয়াই নদীতে শতাধিক যাত্রী ও ভারি মালামাল বোঝাই একটি নৌকা ডুবে শিশু-নারীসহ ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ৮জন নিখোঁজ ছিল। নদীতে পড়ে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১০ দিন পর শনিবার ধুনট উপজেলার বাঙ্গালী নদী থেকে শিউলী বেগম (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। সকালে এলাকাবাসী সেখান থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ৩০ আগস্ট স্থানীয় নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের গৃহবধূ শিউলী বেগম বাড়ির পাশে বাঙ্গালী নদীতে হাঁড়িপাতিল পরিষ্কার করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। ১০ দিন পর শনিবার সকালে নিমগাছী গ্রামের বাঙ্গালী নদীতে স্থানীয় লোকজন ওই গৃহবধূর ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার ও পুলিশে জানায়। মাধবপুরে ১১ দোকান ভস্মীভূত সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ মাধবপুর বাজারে হাসপাতাল রোডে অগ্নিকা-ে ১১ দোকান ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, মাধবপুর বাজারের হাসপাতাল রোডে রহমত সাইকেল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হাসপাতাল রোডে ফার্মেসিতে ছড়িয়ে পড়ে। এতে বাইসাইকেলের ২টি দোকান, সেলুনসহ ওষুধের ৮টি দোকান পুড়ে যায়। রহমত স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। বাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ঢাকা, ৯ সেপ্টেম্বর ॥ আগানগর আব্দুল বারেক রোডে বিনা নোটিসে আগানগর কাঁচাবাজার উচ্ছেদের প্রতিবাদে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদুল আলম, আগানগর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ। আগানগর কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, কোন নোটিস ছাড়াই গত ২৭ আগস্ট আগানগর কাঁচাবাজার সড়ক ও জনপথ বিভাগের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৫০টি দোকান উচ্ছেদ করা হয়।
×