ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৯ সেপ্টেম্বর ॥ শনিবার দুপুরে চিত্রা নদীতে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিল্পী সুলতানের জন্মদিন ১০ আগস্ট হলেও শোকের মাস এবং অন্য কিছু সমস্যার কারণে পিছিয়ে দিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। নৌকাবাইচ দেখতে কেউ কেউ গাছের ডালে, কেউবা নদীতে কলার ভেলায়, পানির মধ্যে নেমে, বাসাবাড়ির ছাদে, নদীর চরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। শনিবার দুপুর দুটোর দিকে শেখ রাসেল সেতু এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এরপরই শুরু হয়ে যায় কাক্সিক্ষত নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রথমেই নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশগ্রহণ করে। এরপর শুরু হয় পুুরুষদের নৌকাবাইচ প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশগ্রহণ করে। শেখ রাসেল সেতু থেকে শুরু হয়ে তিন কিলোমিটার নদীপথ অতিক্রম করে এসএম সুলতান সেতুতে গিয়ে শেষ হয়। পয়েন্টের ভিত্তিতে পরপর তিনবার প্রতিযোগিতা শেষে বিজয়ী নির্ধারণ করা হয়।
×