ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বন্যাদুর্গত ২শ’ জনের মাঝে ত্রাণসামগ্রী ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বিন্নাকুড়ি এবং জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি মিয়াপাড়া মহল্লার ক্ষতিগ্রস্তদের মাঝে ওই সব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ‘মাই লাভ বাংলাদেশ’ ও শাখা মাছা হাট’র প্রতিনিধি সাবেক অধ্যক্ষ খয়রাত হোসেন, সাংবাদিক তাহমিন হক ববি, ওষুধ ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শিপন দাস, নারী উন্নয়নকর্মী ফৌজিয়া ইয়াসমিন জলি, ছাত্রসমাজ নেতা অয়ন মাহমুদ, অবিনাশ রায় ও মর্তুজা বিন ইসলাম এবং ঝুনাগাছ ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে লৌহজং উপজেলার বন্যা কবলিত দুস্থ, নদী ভাঙ্গা ও অসহায় এক হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
×