ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর স্মরণে সভা

প্রকাশিত: ০৪:৪৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর স্মরণে সভা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ সাংবাদিক, লেখক, কলামিস্ট, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সালেহ চৌধুরীর স্মরণে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে শোকসভায় মিলিত হন তার রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধা, আইনজীবী, নাট্যকার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, তার শুভাকাক্সক্ষী গণ্যমান্য ব্যক্তিসহ প্রয়াতের পরিবার। শোকসভায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় ও সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে সালেহ চৌধুরীর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় । সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিলেটের সাংবাদিক নেতা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো আল আজাদ, সুনামগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খায়রুল কবির রুমেন, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। এক ঘণ্টায় ৭ লাখ গাছের চারা রোপণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৯ সেপ্টেম্বর ॥ পরিবেশের ভারসাম্য রক্ষায় চুয়াডাঙ্গায় ২৫ ভাগ বনায়ন থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৫ ভাগ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মাত্র ১ ঘণ্টায় সাড়ে ৭ লাখ বৃক্ষ রোপণ করিয়ে অনন্য দৃিষ্ট স্থাপন করলেন জেলা প্রশাসক। বৃক্ষরোপণ অভিযানে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, কৃষি বিভাগ, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশ নেয়। ‘সবুজ চুয়াডাঙ্গা, সমৃদ্ধ বাংলাদেশ’সেøাগান সামনে রেখে শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলাব্যাপী একযোগে এই বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
×