ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রেহাই পেল ছাত্রী

প্রকাশিত: ০৪:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

বাল্যবিয়ে থেকে রেহাই পেল ছাত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়েমুক্ত জেলার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেয়েছে নবম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী মারুফা আক্তার মুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে মাসুদ বক্তিয়ারের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী মারুফা আক্তার মুনের বাগধা গ্রামের আবদুল ছোমেদ ভাট্টির ছেলে আদর ভাট্টির বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার রাতে। বাল্যবিয়ের খবর পেয়ে ওই রাতে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হলে বিয়েতে আসা উপস্থিত লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ছাত্রীর পিতা মাসুদ বক্তিয়ার তার মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়ে অব্যাহতি পান।
×