ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরকে জিম্মি করে মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৪:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

কিশোরকে জিম্মি করে মুক্তিপণ দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার বেগুনবাড়ী নতুনপাড়া গাঙ্গর গ্রামের হৃদয় নামে এক কিশোরকে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। জানা যায়, ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় ইসলাম টাঙ্গালের ঘাটাইল উপজেলা’র সোনাপুর দীঘি নামক এলাকার একটি পোলট্রি খামারে কাজ করে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা হৃদয়কে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দাবি মেটাতে না পারায় সপ্তাহ ধরে খোঁজ মিলছে না হৃদয়ের। হৃদয়ের বাবা সাইফুল ইসলাম বলেন, তার ছেলে ঘাটাইলের একটি মুরগি খামারে শ্রমিকের কাজ করছিল। গত ৫ সেপ্টেম্বর ঈদের ছুটিতে সে বাড়ি ফিরছিল। পথে সন্ত্রাসীরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে জিম্মি করে মুঠোফোনের ০১৬৮০৮১৫৪৫০ ও ০১৬৩৫৩৯৮৩৪২ নম্বর থেকে মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণ না দিলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে ফোনে হুমকি দিচ্ছে অপহরণকারীরা। ছেলেকে উদ্ধারের জন্য ঠাকুরগাঁও ও বীরগঞ্জ থানা পুলিশের সাহায্য চেয়েও কোন সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসহায় পরিবারটি। এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আবু আক্তার আহমেদ বলেন, ঘটনাটি ঘাটাইল থানা এলাকায় ঘটেছে। তবে হৃদয়কে উদ্ধারের চেষ্টা চলছে।
×