ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ সেপ্টেম্বর ॥ মসজিদ ফান্ডের টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলে জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তির নাম কাছুম আলী (৬০)। তার বাড়ি পশ্চিম ফতেপুর গ্রামে। এদিকে আহতদের মধ্যে আশরাফুল ও শাহীন নামের দু’জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আইন উদ্দিন নামের অপর একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পশ্চিম ফতেপুর গ্রামের যাত্রাখালী জামে মসজিদের ফান্ডের টাকার হিসাব নিয়ে কয়েকদিন আগে রেনু মিয়া, হাবুল মুন্সি ও হিরণ মিয়ার সঙ্গে একই গ্রামের আইন উদ্দিন ও কাছুম আলীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার বিকেলে রেনু মিয়া, হাবুল মুন্সি ও হিরণ মিয়ার লোকজন মসজিদের পাশে আইন উদ্দিন ও কাছুম আলীর ওপর অতর্কিতে হামলা চালায়। পরে হামলার কথা জানাজানি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাছুম আলী ঘটনাস্থলেই নিহত হন।
×