ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলায় নৌযান সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৪:২৯, ১০ সেপ্টেম্বর ২০১৭

কীর্তনখোলায় নৌযান সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল ঘাট থেকে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে পন্টুন ছেড়ে যাবার পরপরই কীর্তনখোলা নদীতে পাঁচটি লঞ্চ ও একটি স্টিমারের মধ্যে তিনটি দুর্ঘটনায় ১০ যাত্রী হয়েছে। এর মধ্যে গুরুতর দুই যাত্রীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া তাসরিফ-৩ লঞ্চের পিছনের অংশে ফাঁটল ধরায় চরমোনাইল ঘাটে জরুরী ভিত্তিতে নোঙ্গর করে মেরামতের পর রাত সাড়ে বারোটার দিকে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বরিশাল ঘাট ত্যাগ করার সময় এ্যাডভেঞ্জার-১ লঞ্চের সঙ্গে কীর্তনখোল-২ লঞ্চের ধাক্কা লাগে। এতে এ্যাডভেঞ্জার-১ লঞ্চের দ্বিতীয় তলার রেলিং ক্ষতিগ্রস্ত হয় এবং দ্বিতীয় তলায় অবস্থান নেয়া যাত্রীদের মধ্যে ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ জানায়, ঢাকার উদ্দেশে বরিশালের ঘাট ত্যাগ করতে ঘুরানোর সময় এমভি তাসরিফ-৩ লঞ্চের পেছনের সঙ্গে এমভি সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কা লাগে। এতে তাসরিফ লঞ্চের পিছনের অংশে ফাঁটল ধরেছে। এর আগে বিআইডব্লিউটিসির পিএস মাসুদ বরিশালের ঘাট ত্যাগ করার সময় সুরভী-৯ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে সুরভী-৯ লঞ্চ ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×