ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট ব্রিটেনের শীর্ষ ধনীদের সম্পদে প্রভাব ফেলেনি

প্রকাশিত: ০৪:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

ব্রেক্সিট ব্রিটেনের শীর্ষ ধনীদের সম্পদে প্রভাব ফেলেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটেনে শীর্ষ ধনীদের সম্পদে ব্রেক্সিটের কোন প্রভাব পড়েনি। বরং এসব ধনীরা গণভোটের সময় অনেক শান্ত ছিলেন এবং তারা বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুনাফা করছেন। সম্প্রতি টাইমস পত্রিকা যুক্তরাজ্যের শীর্ষ ১০০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, টাইমস পত্রিকার ওই তালিকা অনুযায়ী ব্রিটেনে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে ব্রিটেনে শীর্ষ এক হাজার ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ৬৫৮ বিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যের শীর্ষ ধনী দুই ভাই শ্রী এবং গোপী হিন্দুজা এ তালিকার শীর্ষে অবস্থান করছেন। তারা যুক্তরাজ্যের আবাসন, হেলথকেয়ার, তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ দশামিক ২ বিলিয়ন পাউন্ড, যা ২০১৬ সালের চেয়ে ৩ দশমিক ২ বিলিয়ন পাউন্ড বেশি। চলতি বছর এ ধনীদের তালিকায় রেকর্ড সংখ্য ব্রিটিশ নাগরিক স্থান করে নিয়েছেন। বর্তমানে ১৩৪ জন বিলিয়নিয়র ব্রিটিশ নাগরিক এ তালিকায় স্থান করে নিয়েছেন। যাদের মধ্যে ১৪ জন নতুন মুখ। ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকার সমন্বয়কারী রবার্ট ওয়াট জানিয়েছেন, আমাদের অধিকাংশই যখন ব্রেক্সিটের গণভোট নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল, সে সময় ব্রিটেনের ধনী ব্যক্তিরা শান্ত ছিল এবং বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুনাফা করেছেন। তিনি আরও বলেন, তাদের এ সাফল্যের পেছনে উর্ধমুখী শেয়ারবাজার বড় ভূমিকা পালন করেছে। ওয়াট আরও বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগ করতে যুক্তরাজ্যের গণভোট অর্থনীতিতে শান্ত বা নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু তার কিছুই হয়নি। কারণ উর্ধমুখী শেয়ারবাজার দেশের ধনীদের সম্পদের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তালিকার শীর্ষ ২০ জনের মধ্যে শুধু ওয়েসটন পরিবারের গাই, জর্জ এবং গালেন জুনিয়রের সম্পদ সামান্য কমেছে। মূলত এ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুড কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার তাদের ১০ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের সম্পদ থেকে ৫শ’ মিলিয়ন পাউন্ড কমেছে। তবে তালিকায় থাকা শীর্ষ ধনীদের মধ্যে স্টিল খাতের বিনিয়োগকারী লাক্ষ্মী মিত্তালের সম্পদ সর্বোচ্চ ৬ বিলিয়ন পাউন্ড বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৩ বিলিয়নে।
×