ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নর্দার্ন জুটের লভ্যাংশ নির্ধারণী সভা আজ

প্রকাশিত: ০৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

নর্দার্ন জুটের লভ্যাংশ নির্ধারণী সভা আজ

৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করতে আজ রবিবার বেলা ৩টায় পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেটের তারিখ ঘোষণার কথা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় নর্দার্ন জুট। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ৮ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮৫ টাকা ৯৪ পয়সায়। এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৬-মার্চ, ২০১৭) ৫৩ পয়সা ইপিএস দেখিয়েছে নর্দার্ন জুট, আগের বছর একই সময়ে যা ছিল ২৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার সামিট এ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩০ জুন, ২০১৭ শেষ হওয়া ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×