ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৬, ১০ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনে কিছুটা পরিবর্তন হয়েছে। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী, গত সপ্তাহে চার কার্যদিবসে চার হাজার ২৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা এর আগের সপ্তাহে ছিল চার হাজার ৫৪৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন কমেছে ৩১৩ কোটি টাকা বা ৬.৯১ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৬২ শতাংশ। বেশিরভাগ কোম্পানির কমার কারণে ডিএসইর সার্বিক সূচকটি কমেছে। তবে ব্যাংক খাতের কোম্পানিগুলোর চাহিদা বাড়ার কারণে সূচকে বড় ধরনের পতন ঘটেনি। উল্টো সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বড় ধরনের সূচকের উত্থান ঘটেনি। তবে ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের ব্লকে দুইদিনে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন করেছে। মূলত, এই ব্যাংকের ব্লকে লেনদেন করে পুরো খাতটির দর বেড়েছে। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮১ শতাংশ বা ১০৮.৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৮৬ শতাংশ বা ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৯৫ শতাংশ বা ২৫.৭৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির। আর দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। একই সঙ্গে গত সপ্তাহের আলোচিত ঘটনার মধ্যে ছিল সিরামিক খাতের দুই কোম্পানি মুন্নু ও স্ট্যান্ডার্ডের অস্বাভাবিক দরবৃদ্ধিতে তদন্ত কমিটি গঠনের কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। শুধু তাই নয়, বৃহস্পতিবারে মুন্নু সিরামিকের কোন ক্রেতা ছিল না। একই সঙ্গে স্ট্যান্ডার্ড সিরামিকেরও দর কমেছে। সেই সঙ্গে জেড ক্যাটাগরির অন্যান্য কোম্পানিরও দর কমেছে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, এ´িম ব্যাংক, বিবিএস কেবল, সি এ্যান্ড এ টেক্সটাইল ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সোস্যাল ইসলামী ব্যাংক, হাক্কানী পাল্প, এ্যাপেক্স স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস, মিথুন নিটিং, এ্যাপেক্স ফুড, নিটল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক ও মার্কেন্টাইল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সামাতা লেদার, কে এ্যান্ড কিউ, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, আইসিবি এমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড।
×