ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোবটিক বিলবোর্ড

প্রকাশিত: ০৪:০৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোবটিক বিলবোর্ড

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বের প্রথম থ্রি-ডি বিলবোর্ড উন্মোচন করল কোকা-কোলা, যা স্থান পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিলবোর্ডটি ৬৮ ফুট লম্বা ও প্রস্থে ৪২ ফুট। এতে রয়েছে এক হাজার ৭৬০টি এলইডি স্ক্রিন। এটি তৈরি করতে সময় লেগেছে চার বছর। ১৯২০ সালে টাইমস স্কয়ারেই প্রথম কোকা-কোলার বিলবোর্ড উন্মোচিত হয়েছিল। -টেক ডটকম নৌ নারীদের বিশ্ব ভ্রমণ ভারতীয় নৌবাহিনীর ছয়জন নারী কর্মকর্তা এই প্রথম জলপথে বিশ্ব প্রদক্ষিণ অভিযানে যাচ্ছেন। রবিবার থেকে লেফটেন্যান্ট কমান্ডার বর্তিকা জোশির নেতৃত্বে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া থেকে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হবে। ১৭ মিটার (৫৬ ফুট) লম্বা ‘তরীনি’ নামের জাহাজ নিয়ে এ অভিযান শুরু হবে। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ক্যাপ্টেন দিলীপ ধোন্দের তত্ত্বাবধানে ভারতের প্রথম কোন নারী দল এ ধরনের অভিযান পরিচালনা করছে। দ্বিতীয় পর্যায়ে দলটি মৌরিতানিয়া থেকে কেপটাউন অভিযানে যাবে। -এএফপি
×