ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলমের আশ্চর্য ক্ষমতা

প্রকাশিত: ০৩:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

কলমের আশ্চর্য ক্ষমতা

অসি অপেক্ষা মসি বেশি শক্তিমান! নানা পরীক্ষায় এ প্রবাদ বাক্যের মর্মার্থ ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হয়ে থাকে। পরীক্ষার্থীরা লিখেও থাকেন- তরবারির ক্ষমতা যত প্রবলই হোক না কেন তা কলমের চাইতে শক্তিশালী নয়। কেননা, অস্ত্র মানুষকে ভয়ার্ত করে, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারে না। অপরদিকে কলমের মাধ্যমে শক্তি প্রদর্শন না করা গেলেও মানুষের চেতনাকে, হৃদয়কে জয় করা যায় সহজেই। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, হালাকু খান, চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলার প্রমুখ তাদের মারণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগি¦জয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে তারা শ্রদ্ধা ও ভালবাসার আসন লাভ করতে ব্যর্থ হয়েছেন। পক্ষান্তরে, মসি বা লেখনীর সাহায্যে যেসব মনীষী তাদের জ্ঞানগর্ভ দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব-মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন; তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করছে। অস্ত্রোপচারের জন্য অস্ত্র চাই। মানুষের জীবন রক্ষার জন্য সুচিকিৎসার প্রয়োজন রয়েছে। ক্যান্সার আক্রান্ত প্রত্যঙ্গ অপসারণের ক্ষেত্রে অস্ত্রোপচারের বিকল্প নেই। এক্ষেত্রে যদি অস্ত্রের চাইতে কলম শক্তিশালী বিকল্প হয়ে ওঠে তাহলে তা অবিশ্বাস্য বলে মনে হতেই পারে। অথচ সম্প্রতি প্রকাশিত একটি খবরে এমনই আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে। মাত্র ১০ সেকেন্ডে ক্যান্সার নির্ণয় করবে বিশেষ প্রযুক্তিতে তৈরি এক ধরনের কলম। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মাসস্পেক পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী জানিয়েছেন, তাদের উদ্ভাবিত বিশেষ এই কলমের আশ্চর্য ক্ষমতা রয়েছে। এটি এমন এক যন্ত্র, যা মাত্র ১০ সেকেন্ডে মানবদেহের ক্যান্সার কোষ শনাক্ত করতে পারবে। বিজ্ঞানীদের ভাষ্য, টিউমার অপসারণে অস্ত্রোপচার আরও দ্রুত, নিরাপদ ও নির্ভুল করতে অবিশ্বাস্য ভূমিকা রাখবে এই ডিভাইস। অস্ত্রোপচারের পরও কোন ক্যান্সার কোষ থেকে গেলে তা সহজেই শনাক্ত করে দিতে পারবে কলমটি। ফলে ক্যান্সারের অস্ত্রোপচার শতভাগ সফল হওয়াতে বাধা থাকবে না বললেই চলে। ‘সায়েন্স ট্রানসেøশন মেডিসিন’ নামের জার্নালে এ বিষয়ক একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে ক্যান্সার চিকিৎসায় শল্যচিকিৎসকদের ছুরির চেয়ে বড় ভূমিকা রাখবে মাসস্পেক পেন নামের কলমটি। গবেষণার অংশ হিসেবে এখন পর্যন্ত ২৫৩টি ক্যান্সার নমুনায় এই যন্ত্রটি ব্যবহার করা হয়েছে। আগামী বছর অপারেশনের কাজে যন্ত্রটিকে ব্যবহারের আগে এটিকে আরও বেশি কার্যকরী করে তোলার চেষ্টা করছেন গবেষকরা। এতদিন ক্যান্সার চিকিৎসায় শল্যচিকিৎসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাল কোষ ও ক্যান্সার কোষের মধ্যে পার্থক্য নিরূপণ করা। কয়েক ধরনের টিউমারের ক্ষেত্রে ভাল ও ক্যান্সার কোষের মধ্যে সীমানা বোঝা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে তা নিশ্চিত হওয়া যায় না। ফলে অস্ত্রোপচারের পরও ক্যান্সার কোষ থেকে যায় এবং এতে রোগীর মৃত্যু ঝুঁকি তৈরি হয়। নতুন আবিষ্কৃত জাদুকরী এই কলম রোগীদের এই ঝুঁকি থেকে সত্যি সত্যি মুক্তি দিলে অসির তুলনায় যে মসি শক্তিশালী তার আরেকটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হবে। মরণব্যাধি ক্যান্সার সম্পূর্ণরূপে পরাভূত করার জন্য মানবসমাজ সেদিনের অপেক্ষাতেই থাকবে।
×