ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্ট প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৯৪ রানে অলআউট

প্রকাশিত: ০৮:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

লর্ডস টেস্ট প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৯৪ রানে অলআউট

স্পোর্টস রিপোর্টার ॥ জমে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট। লর্ডসে শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই মাত্র ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একই পরিস্থিতির শিকার হয়েছে ইংলিশরা। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ৭১ রানের লিড পায় ইংলিশরা। দলীয় ৬৩ রানেই ইংল্যান্ডের ৫ উইকেটের পতন হওয়ার পর অলরাউন্ডার বেন স্টোকসের দৃঢ়তায় লিড পায় স্বাগতিকরা। স্টোকস করেন দলীয় সর্বোচ্চ ৬০ রান। উইন্ডিজের প্রথম ইনিংসে বল হাতেও আলো ছাড়ান স্টোকস। দখল করেন ৬ উইকেট। এছাড়া শেষদিকে স্টুয়ার্ট ব্রড করেন ৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ৫টি, অধিনায়ক জেসন হোল্ডার ৪টি ও শ্যানন গ্যাব্রিয়েল ১টি উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতে বিপর্যয়ে পড়েছে উইন্ডিজ। দলীয় ৬ রানে ব্যক্তিগত ৪ রান করে বিদায় নিয়েছেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। উইকেটটি লাভ করেন জেমস এ্যান্ডারসন। এই উইকেটের মধ্য দিয়ে ইতিহাস গড়েন ইংলিশ পেসার। কেননা, ব্রাথওয়েটকে আউট করে এ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন। এ্যান্ডারসনের আগে টেস্ট ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরলিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯)। দলীয় ২১ রানে কাইল হোপকে (১) হারিয়ে আরও বিপদে পড়েছে উইন্ডিজ। আজ মাঠে গড়াবে তৃতীয় দিনের খেলা।
×