ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় শীর্ষ সন্ত্রাসী আজাদের দেয়া তথ্যে বিপুল অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৭:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৭

হাতিয়ায় শীর্ষ সন্ত্রাসী আজাদের দেয়া তথ্যে বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী ॥ নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলাসহ ২৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আজাদের দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, বুধবার স্থানীয় সংসদ সদস্যের বাসায় গুলি বর্ষণ ও হামলা ঘটনার মামলায় ১নং আসামি চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে হাতিয়ার মেঘনা নদীর টাঙ্কিঘাট থেকে ৪ সহযোগীসহ তাকে গ্রেফতার করে। কোস্টগার্ড হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার লে. কর্নেল বোরহান উদ্দিন জানান, আজাদকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর ২টায় র‌্যাব ও কোস্টগার্ড সন্ত্রাসী আজাদকে সঙ্গে নিয়ে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শূটার, একটি কাটা রাইফেল ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আজাদের সঙ্গে গ্রেফতারকৃত অন্য ৪ সন্ত্রাসী হলো রূপক নন্দী (২৫), মোঃ সোহেল (২৫), নাসির চৌধুরী (৩৫) এবং তুষার (২০)। সবাই একাধিক মামলার আসামি ও আজাদের সক্রিয় সহযোগী বলে জানা যায়। জানা যায়, সন্ত্রাসী আজাদ হাতিয়ার ৫নং চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে নিজ এলাকাসহ হাতিয়ার বিভিন্ন অঞ্চলে এবং নৌপথে সন্ত্রাসী, চাঁদাবাজি, দস্যুবৃত্তি ও মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, অস্ত্র মামলা ও এমপির বাসায় হামলাসহ ২৪টি মামলা রয়েছে।
×