ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পুলিশের কাছ থেকে ইউপি সদস্য ছিনতাই নিয়ে রহস্য

প্রকাশিত: ০৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরায় পুলিশের কাছ থেকে ইউপি সদস্য ছিনতাই নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের কাছ থেকে আসামি এক ইউপি সদস্যকে ছিনতাই নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এ ঘটনা প্রতাপনগর ইউপি চেয়ারম্যান পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। কেউ বলছেন, আসামি ছিনতাইয়ের নামে নাটক করে পুলিশ তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছে। অপরদিকে সেই ছিনতাই হওয়া ব্যক্তি বলছেন, চেয়ারম্যানের পরামর্শে পুলিশ তাকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তা পারেনি। শুক্রবার আশাশুনির তালতলা বাজারে ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার এই রহস্যজনক ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ দাবি করেছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম বুলি একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি নিজেও তার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে তার সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর হামলা করে বুলিকে ছিনিয়ে নিয়েছে।
×