ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৭

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমারকে আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। সোমবারের মধ্যে গণহত্যা বন্ধ না করলে বিকেল তিনটায় ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের আয়োজনে ঢাকা র‌্যালি থেকে এ ঘোষণা দেয়া হয়। কর্মসূচীতে ছাত্র, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। ইমরান এইচ সরকার বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লাখ লাখ মানুষ সেখানকার সামরিক জান্তার নির্মম গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ববিবেককে স্তম্ভিত করে দেয়ার মতো একটি ঘটনা। প্রতিদিন বাংলাদেশ সীমান্তে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লাখ লাখ মানুষের ঢল নামছে। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানব শিশুর লাশ।
×