ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুবাই প্রবাসী তরুণ ব্যবসায়ীকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৭

দুবাই প্রবাসী তরুণ ব্যবসায়ীকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অপহৃত দুবাই প্রবাসী তরুণ বাংলাদেশী ব্যবসায়ী নাজমুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। র‌্যাব-এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বর নাজমুল ইসলাম (২৩) বিমানবন্দরের সামনে থেকে অপহৃত হন। অপহরণকারীরা নাজমুলের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় ফয়সাল আহম্মেদ ওরফে ফায়হারকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী নাজমুলকে উদ্ধার করা হয়। ওই সময় নিশাদ (৯) অপহরণকারী চক্রের আরেকজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা জানায়, নাজমুলের মা লাভলী আক্তার ২০১০ সালে গৃহকর্মীর কাজে দুবাই যান। পরবর্তীতে নাজমুলকেও দুবাই নিয়ে যান। বিদেশে গেলেও নাজমুল মাদক ছাড়তে পারেনি। দুবাইতে নাজমুলের সঙ্গে ফয়সাল বাংলাদেশে থাকা ফারহানা আবেদিনের (২৩) ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে দেয়। বান্ধবীর টানে নাজমুল দেশে ফিরলে বিমানবন্দরের সামনে থেকে তাকে অপহরণ করে গ্রেফতারকৃতরা।
×