ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে ভারতীয় কোম্পানির হয়ে গ্যাসকূপ খনন দরপত্রে অংশ নিচ্ছে বাপেক্স

প্রকাশিত: ০৬:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

সাগরে ভারতীয় কোম্পানির হয়ে গ্যাসকূপ খনন দরপত্রে অংশ নিচ্ছে বাপেক্স

রশিদ মামুন ॥ এবার অগভীর সমুদ্রে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ লিমিটেডের (ওভিএল) গ্যাস কূপ খনন দরপত্রে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। এই প্রথম সাগরে তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে দেশী এই কোম্পানিটি। বঙ্গোপসাগরের ৪ এবং ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ওএনজিসির সঙ্গে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তি করেছিল পেট্রোবাংলা। স্থলভাগে বাপেক্সের গ্যাস কূপ খনন করছে বিদেশী কোম্পানি। নিজেদের কূপ অন্যকে খনন করতে দিয়ে অন্যের কূপ নিজে খনন করা নিয়ে যদিও প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে বাপেক্স দরপত্র জমা দেয়ার জন্য ড্রিলিং বিভাগের জি এম আব্দুল ওয়াহিদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই দরপত্র জমা দেয়ার শেষ দিন। জানতে চাইলে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক জনকণ্ঠকে বলেন, এর আগে সাগরের কোন ব্লকে কূপ খনন করেনি বাপেক্স। এটা বাপেক্সের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হিসেবে যোগ হবে। স্থলভাগের একাংশ ও অগভীর সমুদ্রের কিছু অংশ নিয়ে এসএস ৪ ব্লকটি গঠিত হয়েছে। ব্লকটির মোট আয়তন সাত হাজার ২৬৯ বর্গকিলোমিটার। ওএনজিসি ইতোমধ্যে ব্লকটিতে জরিপ শেষ করে কূপ খননের স্থান নির্ধারণ করেছে। কক্সবাজারের লালপুলের নোনাছড়ি বাজার এলাকায় ৪ নম্বর ব্লকের প্রথম কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে ওএনজিসি বিদেশ লিমিটেড। এই কূপ খনন করার জন্যই দরপত্র আহ্বান করেছে কোম্পানিটি। জানতে চাইলে বাপেক্সের জি এম আব্দুল ওয়াহিদ খান জনকণ্ঠকে বলেন, এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। বিড ডকুমেন্ট (দর প্রস্তাব) তৈরি করা হচ্ছে। বাপেক্স সম্প্রতি অনেকটা কর্মহীন থাকলেও দেশে তেল-গ্যাস অনুসন্ধানে বিভিন্ন সময়ে দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু দক্ষ জনবল না থাকার অভিযোগে বাপেক্স এখন নিজেদের কূপই অন্য কোম্পানিকে দিয়ে খনন করছে। সম্প্রতি দেশী তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলন কোম্পানি বাপেক্সের বদলে বিদেশী কোম্পানিকে দিয়ে স্থলভাগের গ্যাস কূপ খনন করা হচ্ছে। রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রোমের পাশাপাশি আজারবাইজানের সোকার এক্সেল, চীনের সিনোপ্যাক এবং হোয়াংহুয়া অয়েল এ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং কাজ পাওয়ার বিষয়ে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। জানা গেছে, আজারবাইজানের সোকার এক্সেল তিনটি কূপ খনন করবে। প্রতিটি কূপ খনন করতে কোম্পানিটিকে দিতে হবে ১১ মিলিয়ন ডলার। আজারবাইজানের কোম্পানিটি মদনগঞ্জ-১, বেগমগঞ্জ-৪ এবং সেমুতাং দক্ষিণ-১ কূপ খনন করবে।
×