ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানসম্মত শিক্ষা আর শতভাগ সাক্ষরতা অর্জনের অঙ্গীকার

প্রকাশিত: ০৬:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

মানসম্মত শিক্ষা আর শতভাগ সাক্ষরতা অর্জনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার ॥ মানসম্মত শিক্ষা আর শতভাগ সাক্ষরতা অর্জনের অঙ্গীকারের মধ্যদিয়ে শুক্রবার দেশজুড়ে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসের অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে কর্মসূচীর আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সারাদেশের জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, শিক্ষা র‌্যালি, শিক্ষা সমাবেশসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। ১৯৬৫ সালের ১৭ নবেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়। সাক্ষরতা ও দক্ষতাসম্পন্ন মানুষই একটি দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে দক্ষ মানবসম্পদের গুরুত্ব অপরিসীম। মন্ত্রী বলেন, বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৩ শতাংশ। দেশের বিদ্যমান ২৮ শতাংশ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর ও দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আশা করা যায় বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। মন্ত্রী মোস্তাফিজুর বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ৩৬ হাজার ৬১৫ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। ২০১৩ সালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন এবং সঙ্গে সঙ্গে ৯১ হাজার শিক্ষকের চাকরি সরকারীকরণ করেন। লক্ষ্মীপুর ॥ ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ সেøাগান সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারী- বেরসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। বাগেরহাট ॥ বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ। নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। স্থানীয় নিমতলা থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন্নবী প্রমুখ। বান্দরবান ॥ বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অংশ নেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, শিশু একাডেমির জেলা সংগঠক শিলাদিত্য মুৎসুদ্দি প্রমুখ। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সকালে পৌর টাউন হল চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। মাগুরা ॥ আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়। পিরোজপুর ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালি বের করা হয়।
×